মানুষের জীবনের বরকত এবং সফলতার মূল চাবিকাঠি হলো মা-বাবার খেদমত। তাঁরা জান্নাত যাওয়ার মাধ্যম। সবচেয়ে বড় ফজিলত হলো তাদেরকে খুশি করতে পারলে আল্লাহ তাআলা খুশি হন।
একজন সাহাবী রাসূলুল্লাহ (ছাঃ)-এর নিকট যুদ্ধে যাওয়ার অনুমতি চাইলে তিনি বললেন, তোমার মা কি জীবিত আছেন? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তোমার মায়ের খেদমত কর। কারণ তোমার মায়ের পায়ের সন্নিকটে তোমার জান্নাত ছহীহ তারগীব হা/২৪৮৫; মিশকাত হা/৪৯৩৯