৩১৫
নামাজরত ব্যক্তির সামন থেকে বের হওয়া-
প্রশ্নঃ ৩১৫. মুসুল্লির ঠিক সামনে নামাজপাঠকারী ব্যাক্তি নামজান্তে সেখান থেকে চলে আসতে পারবে? যদিও তার পিছনের কাতারের মুসল্লি তখনো নামাজরত।
মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করতে পারবে না।একেবারে সামনে থাকলে ডান অথবা বাম পাশ দিয়ে চলে আসতে পারবে।
والله أعلم بالصواب