৩১৮
ফজরের কাজা নামাজ-
প্রশ্নঃ ৩১৮. ১/যদি কেউ ফজরের নামাজ পড়তে না পারে, তবে ওই ফজরের নামাজ ওইদিন যোহরের আগে পড়তে না পারলে আছরের আযানের পর আছরের নামাজের আগে পড়া যাবে কি না..?
২/আর ওই দিন জোহরের আগে পড়লে কয় রাকাত কাজা পড়তে হবে, আর আছরের আজানের পর পড়লে কয় রাকাত পড়তে হবে..?
উচিত হচ্ছে ঘুম থেকে উঠেই নামাজ আদায় করে নেওয়া।সুযোগ না হলে অবশ্যই যোহরের আগে আদায় করে নিবে।যোহরের আগে আদায় করলে চার রাকাত আদায় করবে।আর যোহরের আগে আদায় করতে না পারলে আছরের আগে করতে পারবে।তবে তখন শুধু দুই রাকাত আদায় করবে।
(মেশকাত:৬০৩; মাবসুত, সারাখসি : ১/১৬১)
والله أعلم بالصواب