৩২২
সাদাকাতুল ফিতর এবং যাকাত-
প্রশ্নঃ ৩২২. সাদাকাতুল ফিতর এবং যাকাতের হিসাব কি এক? ভিন্ন হলে তা কত?
যাকাত ও ফিতরা উভয়টার নেসাব এক।তবে যাকাতের জন্য সেই নেসাব পরিমাণ সম্পদ বছরের শুরুতে ও শেষে থাকতে হবে।আর ফিতরা আবশ্যক হওয়ার জন্য শুধুমাত্র ইদের দিন সকাল বেলায় থাকলেই ফিতরা আবশ্যক হবে।
(ফতহুল কাদির:২/২৮১)
والله أعلم بالصواب