৩২৪
তাবেয়ীদের ব্যাক্তিগত আমল-
প্রশ্নঃ ৩২৪. তাবেয়ীদের ব্যাক্তিগত আমল কি বিদআত?যদি সেটা নবী সা. বা সাহাবারা না করে?
কেউ যদি শরীয়তে নতুন কোনো কিছু সৃষ্টি করে আর এটি যদি শরীয়তের মুলনীতিতে বৈধ হয় তবে তা বেদআত হবে না।আর শরীয়তের মুলনীতিতে বৈধ না হলে তবেই তা বেদআত হবে।আর তাবেয়ীদের ব্যাপারে আমরা কখনই এই ধারণা করতে পারি না যে তারা শরীয়তে কোনো বেদআত প্রবর্তন করবেন।কেননা স্বয়ং রাসুল (সাঃ) নিজেই তাদের শ্রেষ্ঠ মানুষ হওয়ার ঘোষণা দিয়েছেন। (বুখারি:২৬৫২; মুসলিম:১০১৭)
والله أعلم بالصواب