৩২৭
ওমরার নিয়েতে জমানো টাকা ওমরা করতে না পারলে কী করবে?
প্রশ্নঃ ৩২৭. এক ভাই ওনার মাকে ওমরাহ করতে পাঠানোর নিয়তে কিছু টাকা রেখেছেন। কিন্তু মা বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন। এখন টাকা গুলো কি করবেন ?
যদি মায়ের শারীরিক অবস্থা ওমরাহ করার মতো না থাকে, তাহলে সেই টাকা অন্য কোনো ভালো কাজে ব্যবহার করা যেতে পারে। কিছু বিকল্প নিচে দেওয়া হলো:
* মায়ের চিকিৎসা: মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধপত্র ও অন্যান্য খরচ মেটানো যেতে পারে। * দান করা: দরিদ্র ও অসহায় মানুষদের দান করা যেতে পারে।
* শিক্ষা: দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে সাহায্য করা যেতে পারে।
والله أعلم بالصواب