শুয়ে বা হেলান দিয়ে ঘুমালে ওযু ভঙ্গ হয়।বসা অবস্থায় ঘুমালে ওযু নষ্ট হয় না। তবে যদি ঘুমন্ত অবস্থায় বসার স্থান থেকে কোমরের নীচের অংশ পৃথক হয়ে গিয়ে থাকে তাহলে অজু নষ্ট হয়ে গেছে বলে ধরা হবে। (বাদায়েউস সানায়ে ১/১৩৫; ফাতাওয়া খানিয়া ১/৪ ১)
والله أعلم بالصواب