৩২৯
নামাজরত অবস্থায় ওয়াক্ত চলে গেলে নামাজের হুকুম-
প্রশ্নঃ ৩২৯. ওয়াক্ত থাকা অবস্থায় নামাজ শুরু করে যদি নামাজ শেষে দেখে তার সালম ফিরানোর ২,১ মিনিট আগেই ওয়াক্ত শেষ হয়ে গিয়েছিলো তখন কি তার ওই নামাজ শুদ্ধ হবে নাকি কাজা করতে হবে?
ফযরের নামাজ আদায় করাকালিন যদি সময় শেষ হয়ে যায় তবে তার নামাজ ভেঙ্গে যাবে এবং সূর্যোদয়ের পর তাকে পুনরায় ঐ নামাজ কাজা করতে হবে।আর অন্যান্য নামাজ আদায়করার সময় নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেলেও নামাজ হয়ে যাবে।
والله أعلم بالصواب