আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
৩৩০
সমিতির টাকায় যাকাত-
প্রশ্নঃ ৩৩০. সমিতির টাকার কি যাকাত দেয়া লাগে?
সমিতিতে জমানো সামগ্রিক টাকার উপর যাকাত আসবে না।তবে কোনো ব্যক্তির সমিতিতে জমানো টাকা যদি নেসাব পরিমাণ হয় অথবা সমিতিতে জমানো টাকার সাথে তার অন্যান্য সম্পদ মিলে নেসাব পরিমাণ সম্পদ হয় এবং যাকাতের অন্যান্য শর্ত পাওয়া যায়,তবে তার উপর সমিতিতে জমানো টাকাসহ সম্পূর্ণ টাকার উপর যাকাত আবশ্যক হবে। (কিতাবুল আছল: ২/৬৭)
والله أعلم بالصواب