৩৩১
ফরজ গোসলের নিয়ম-
প্রশ্নঃ ৩৩১. ফরজ গোসল এর সময় কয় বার কুলি কোরতে হবে এবং নাকে পানি কয় বার দিতে হবে এবং দেওয়ার নিয়ম কি এবং কতোটুক পরিমান নাকে পানি পৌঁছাতে হবে?
ফরজ গোসলে একবার কুলি করা ফরজ আর তিনবার কুলি করা সুন্নাত।
নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো সুন্নাত।তবে রোযা অবস্থায় নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানোর প্রয়োজন নেই।
(বাদায়েউস সানায়ে': ১/১১২)
والله أعلم بالصواب