প্রশ্নঃ ৩৩৩. জুমু আর দিন সুরা কাহাফ পড়ার সময় কখন থেকে শুরু হয় এবং পড়ার শেষ সময় কখন?
ইসলামী বিধান অনুযায়ী সূর্য ডোবার পর থেকে নতুন দিনের সূচনা হয় যেমন: সন্ধ্যা হলেই রমাযান মাস শুরু হয়।
সুতরাং বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত যে কোনো সময় সূরা কাহাফ পাঠ করলে হাদিস অনুযায়ী আমল করা হবে ইনশাআল্লাহ। তাছাড়া এক বর্ননায় জুমার রাতেও সুরা কাহাফ পড়ার কথাও বলা হয়েছে
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি জুমু’আর রাতে সূরা কাহফ পাঠ করবে, তার জন্য তার ও বাইতুল আতিক্ব (কা’বা)-এর মধ্যবর্তী জায়গা নূরে আলোকিত হয়ে যাবে।