৩৩৫
চৈত্র ও বৈশাখ মাসে বিয়ে না করানো-
প্রশ্নঃ ৩৩৫. চৈত্র ও বৈশাখ মাসে বিয়ে না করানো নিয়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কথা ছড়িয়ে ছিটিয়ে আছে।
এ বিষয়ে বিজ্ঞ ওলামায়ে কেরামদের মতামত জানার আগ্রহ পোষণ করছি।
শরিয়তে বিয়ের জন্য যেমনিভাবে নির্ধারিত সময় নেই।তেমনিভাবে কোনো নিষিদ্ধ সময় বা অনুত্তম সময়ও নেই।এসব কিছু কুসংস্কার।বরং সুযোগ হলেই বিয়ে করে নেওয়া উচিত।
والله أعلم بالصواب