৩৩৬
রমজান মাস তিন ভাগে বিভক্ত-
প্রশ্নঃ ৩৩৬. রমজান কে তিন ভাগে ভাগ করা কত টুকু ঠিক?
হযরত সালমান ফারসী রাঃ হতে বর্ণিত হাদিসের শেষ অংশে রয়েছে
وَهُوَ شَهْرٌ أَوَّلُهُ رَحْمَةٌ، وَأَوْسَطُهُ مَغْفِرَةٌ، وَآخِرُهُ عِتْقٌ مِنَ النَّارِ “
(মাহে রমজান) এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত, মধ্যবর্তী ভাগ মাগফেরাত বা ক্ষমা আর শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়। অর্থাৎ রমজান মাসের ৩০ দিনের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাতের এবং তৃতীয় ১০ দিন নাজাতের। (সহিহ ইবনে খুজাইমা, ১৮৮৭)
والله أعلم بالصواب