প্রশ্নঃ ৩৩৭. আমার এক ভাই বিদেশে থাকে, সে বিদেশ থেকে তার ও স্ত্রী উভয়ের লোকদের উপস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে।
আমার জানার বিষয় হলো, এভাবে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করাতে বিবাহ সহিহ হবে কী.?
বিয়ের জন্য শর্ত হচ্ছে ইযাব-কবুল একই মজলিসে হওয়া।আর ভিডিও কলের মাধ্যমে যেহেতু একই মজলিসে হয় না তাই ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয় না।
তবে এক্ষেত্রে সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে স্বামী স্বামীর পক্ষ থেকে কাউকে বিয়ে করিয়ে দেওয়ার ব্যাপারে উকিল করে দেওয়া।আর স্ত্রীর কাছে স্বাক্ষীদের উপস্থিতিতে ইযাব কবুল করে বিয়ে সম্পাদন করা।