৩৪১
ইমাম তাকবির বলার পূর্বে সিজদায় চলে গেলে -
প্রশ্নঃ ৩৪১. ইমাম তাকবির বলার পূর্বে সিজদায় চলে গেলে নামাজ হবে কিনা?
নামাজ হয়ে যাবে। নামাজে তাকবীরে তাহরিমা হচ্ছে ফরজ। বাকি সবগুলো সুন্নাত।নামাজে রুকু-সিজদা বা এক রোকন শেষ করে আরেক রোকনে যাওয়ার তাকবির বলার সুন্নত পদ্ধতি হলো যখন কোনো রোকন শেষ হবে তখন তাকবির বলা শুরু করবে এবং পরবর্তী রোকনে গিয়ে শেষ করবে।
إحكام الإحكام شرح عمدة الأحكام ২৪৫
والله أعلم بالصواب