৩৪৩
বৈঠকে ডান হাতের আঙ্গুল উপরে উঠানো-
প্রশ্নঃ ৩৪৩. নামাজের বৈঠকে ডান হাতের আঙ্গুল সামান্য উপরে উঠানোর হুকুম কি؟ না উঠালে গুনাহ হবে؟
নামাজে শুধু ডান হাতের শাহাদাত আঙুল দ্বারা ইশারা করতে হয়, হাতের সব আঙুল দ্বারা করা নিষিদ্ধ। এ সম্পর্কে বিখ্যাত তাবেয়ি হজরত ইবরাহিম নাখয়ি (রহ.) বলেন, কোনো মুসল্লি ব্যক্তি যখন নামাজে স্বীয় (শাহাদাত) আঙুল দ্বারা ইশারা করবে, তখন তা উত্তম বলে বিবেচিত হবে। আর এটা হলো তাওহিদ তথা আল্লাহর একত্ববাদের স্বীকৃতি। তবে সে (দুই হাতের) দুই আঙুল দ্বারা ইশারা করবে না। কেননা তা মাকরুহ ও অপছন্দনীয়। এবং বারবার নড়াচড়া করবে না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ৮৫২৩)
والله أعلم بالصواب