ফযীলতপূর্ণ সূরা নামাযে কেরাত হিসেবে পড়ে ফেললে, পরবর্তীতে আলাদা পড়তে হবে কিনা?
প্রশ্নঃ ৩৪৬. দৈনন্দিন আমল সূরা ওয়াকিয়া ,মূলক, ইয়াছিন ইত্যাদি সূরা নামাযে কেরাত হিসেবে পড়ে ফেললে, পরবর্তীতে আলাদা পড়তে হবে কিনা?
তেলাওয়াতের সাওয়াব হবে কিনা?
নামাযে পড়লে তার সাওয়াব পাবেন। কিস্তু এ সূরা গুলোর হাদিসে বর্ণিত ফজিলত পেতে হলে নামাযের বাইরে আলাদা পড়াতে হবে।