বহুতল বিশিষ্ট মসজিদে মিম্বরের বরাবর ছাদে ফাঁকা রাখার বিধান-
প্রশ্নঃ ৩৫৪. দুই বা তিন তলা মাসজিদে ইমামের বরাবর ওপরে ছাদ কি ফাঁকা রাখতে হবে? যদিও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে? জানালে কৃতজ্ঞ থাকবো।
একাধিক তলা বিশিষ্ট মসজিদের ইমাম বরাবর উপরে ফাকা রাখা হয় মূলত ইমামের অবস্থা বুঝতে পারার জন্য। বর্তমান সময়ে সাউন্ড সিস্টেম থাকার কারণে এভাবে ছাদে ফাঁকা রাখা আবশ্যক নয়। তবে কখনো টেকনিক্যাল সমস্যার কারণে সাউন্ড সিস্টেম অকার্যকর হয়ে পড়লে এই ফাঁকা জায়গাগুলো খুব কাজে আসে। তাই সতর্কতার খাতিরে ফাঁকা রাখাটাই উত্তম।