৩৫৯
লুকমা দেওয়ার নিয়ম-
প্রশ্নঃ ৩৫৯. নামাজে যদি ইমাম কোন আয়াত ভুলে যান বা ভুল পড়েন তাহলে পিছন থেকে সঠিক টা বলে দিতে হবে নাকি আলহামদুলিল্লাহ/সুবহানাল্লাহ বলে লুকমা দিতে হবে?
নামাজে ইমাম সাহেব কেরাত ব্যতীত অন্য কোন ভুল করলে যেমন বসার জায়গায় দাঁড়ানো দাঁড়ানোর জায়গায় বসা তখন পিছনের লোকেরা সুবহানাল্লাহ বলে লোকমা দিবে। আর যদি কেরাতের মধ্যে ভুল হয় তাহলে পিছন থেকে যে কেরাত জানে তা স্মরণ করিয়ে দিবে।
(আলমুহীতুল বুরহানী ২/২১৩; শরহুল মুনইয়া ৪৪৯; আহকামে জিন্দেগি ২১৭)
والله أعلم بالصواب