প্রশ্নঃ ৩৬০. আজ ভুলে সামান্য আলু খেয়ে ফেলেছি, এতে আমার রোজা নষ্ট হবে কি? কাযা রাখা লাগবে কি?
রোজার কথা স্বরণ থাকাবস্থায় খেলে রোজা ভেঙ্গে গেছে এবং কাযা করতে হবে।তবে বাকি দিন রোজাদারের মত না খেয়ে থাকবে।আর রোজার কথা মনে না থাকাবস্থায় খেলে রোজা ভাঙ্গবে না।