৩৬১
সুদখোর স্বামীর উপার্জিত টাকা থেকে বিরত থাকার বিধান-
প্রশ্নঃ ৩৬১. কোনো এক প্রাপ্তবয়স্ক ৪০+ মহিলা, তিনি একজন সরকারি হাসপাতালের ডাক্তার।
বর্তমানে ইসলামের প্রতিটা হুকুম সম্পর্কে জানা এবং শেখার চেষ্টা করতেছে । দ্বীন সম্পর্কে যতটুকু জানতেছেন ততটুকুই আমল করার চেষ্টা করতেছেন। তিনি অন্তর থেকেই সুদকে ঘৃণা করে এবং সুদ সংশ্লিষ্ট সকল আনুষঙ্গিক কাজ থেকে বিরত থাকার চেষ্টা করেন।
তার স্বামীও একজন উচ্চপদস্থ ডাক্তার। কিন্তু তিনি ইসলামের হুকুম সম্পর্কে তেমন গুরুত্বারোপ করেন না, উক্ত মহিলা তার স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তিনি সুদ সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে বিরত থাকেন না।
এক্ষেত্রে উল্লেখিত মহিলা যদি তার স্বামীর থেকে তাঁর নিজস্ব খরচ গ্রহণ না করে নিজের উপার্জিত টাকা দিয়ে নিজেই চলার চেষ্টা করে, সে ক্ষেত্রে ইসলামের কোন বিধি নিষেধ আছে কিনা?
স্বামী যেহেতু সুদের সাথে সংশ্লিষ্ট, আর স্ত্রীও নিজস্ব অর্থে চলতে সক্ষম, তাই এক্ষেত্রে স্ত্রী তার নিজের উপার্জিত টাকা দিয়েই চলবে।
(ইহইয়া উলূমিদ্দীন: ২/১৪৭)
والله أعلم بالصواب