৩৬৪
যা খেলে মুখ দূর্গন্ধযুক্ত হয়ে যায়, তা খেয়ে দূর্গন্ধ পরিস্কার না করে নামাজ পড়া মাকরুহ।
প্রশ্নঃ ৩৬৪. রসুন পিয়াজ খেয়ে নামাজ পড়া যেরুপ মাকরুহ ! অনুরুপ কি আদা খেয়েও নামাজ পড়া মাকরুহ ? আরো কি কোনো কিছু আছে যেগুলো খেয়ে মিসওয়াক না করে নামাজ পড়া মাকরুহ?
যেসকল জিনিস খেলে মুখ দূর্গন্ধযুক্ত হয়ে যায়, সেসকল জিনিস খেয়ে দূর্গন্ধ পরিস্কার না করে নামাজ পড়া মাকরুহ। সেটা যেই খাবারই হোক না কেন।
(আল মাজমূ: ৪/১০১)