৩৬৫
সেজদায়ে তেলাওয়াত-
প্রশ্নঃ ৩৬৫. আমি একজন আরবি শিক্ষক।
সে হিসাবে ছাত্র দের পড়ানোর সময় সিজদার আয়াত গুলা বার বার পড়াতে হয়।
তাহলে আমার এই সিজদা গুলা আদায় করতে হবে?
আর বার বার পড়ালে কয়বার আদায় করতে হবে?
একই আয়াত বারবার পুনরাবৃত্তি করলে একটি সিজদাই আবশ্যক হবে। সুতরাং ক্লাসে যদি একটি সিজদার আয়াতই বারবার পড়ানো হয়, তাহলে ক্লাস শেষে কেবল একটি সিজদা দিলেই হবে।
যদি একাধিক সেজদার আয়াত পড়া হয়, তাহলে যতটা পড়া হবে ততটা সেজদা দিতে হবে।
(রাদ্দুল মুহতার: ২/১১৪)
والله أعلم بالصواب