৩৬৮
তারাবীর নামাজের শুরুতে একবার নিয়ত করে নিলেই হবে।
প্রশ্নঃ ৩৬৮. তারাবির নামাজে নামাজে ইমাম সাহেব কি দুই রাকাত পর পর, প্রত্যেক বার মুখে নিয়ত উচ্চারণ করবেন নাকি শুধু শুরুতে একবার মুখে নিয়ত উচ্চারণ করে পরে শুধু আল্লাহু আকবর বলে নিয়ত বেঁধে ফেলবেন? মুক্তাদীর বেলায় কি একই হুকুম নাকি মুক্তাদী প্রত্যেক বার নিয়ত উচ্চারণ করে নিয়ত বাঁধবে?
তারাবীর নামাজের শুরুতে একবার নিয়ত করে নিলেই হবে।ইমাম মুক্তাদি সকলের জন্য একই বিধান।
(ফতোয়ায়ে আলমগীরী:১/৬৫)
والله أعلم بالصواب