৩৬৯
তারাবীর নামাজে চার রাকাত পর পর পঠিত দোআ -
প্রশ্নঃ ৩৬৯. তারাবিহের চার রাকাত পরে পর কি মোনাজাত করতে হয়? নাকি শুধু দোয়া পড়লে হবে? বি:দ্র: সূরা তারাবিহ।
তারাবীর চার রাকাত পর নির্ধারিত কোনো দোয়া পড়া কিংবা মুনাজাত দেওয়া কোনোটাই আবশ্যক নয়।বরং এই সময় যেকোনো দোয়া,তাসবীহ,দুরুদ শরীফ পড়া যাবে।
(বাদায়েউস সানায়ে': ১/৬৫৮)
والله أعلم بالصواب