কুরবানীর দিনে বা হজ্জের সময় হাঁস-মুরগি জবাই করা নিষেধ নয়, তবে কুরবানীর নিয়তে করা যাবে না।
(খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১৪, ফাতাওয়া বাযযাযিয়া ৬/২৯০, আদ্দুররুল মুখতার ৬/৩১৩, ফাতাওয়া হিন্দিয়া ৫/২০০)