কেউ যদি ১৫ দিন ঢাকায় থাকার নিয়ত করে সে কি কছর পড়বে?
প্রশ্নঃ ৩৮৬. কেউ যদি ১৫ দিন ঢাকায় থাকার নিয়ত করে সে কি কছর পড়বে?
ঢাকার একটি নির্দিষ্ট এলাকায় ১৫ দিন থাকার নিয়ত করলে আপনি কসর করবেন না। তবে ঢাকার বিভিন্ন থানায় মিলে ১৫ দিন থাকার নিয়ত করতে মুসাফির হবেন। যদি আপনার নিজ এলাকা ঢাকা থেকে ৭৮ কি.মি দূরে হয়।