রাগের মাথায় সন্তানের ধ্বংস কামনা করে ছারছীনার জন্য করা এই মান্নতটি শরীয়তসম্মত নয় এবং তা পূরণ করাও জরুরি নয়। মান্নত কৃত বিষয়টি ইবাদাতে মাকসুদা হতে হয়। কোরআন শরিফ দান করা ইবাদাতে মাকসুদা নয় তাই আপনার উচিত সন্তানের অকল্যাণ কামনার জন্য তওবা করা এবং চাইলে নফল হিসেবে ওই কুরআন বা তার মূল্য আল্লাহর রাস্তায় সাদকা করা।
রদ্দুল মুহতার-৩/৭৩৫,
দারুল উলুম-১২/১২৯,