প্রশ্নঃ ৩৯৩. আসসালামু আলাইকুম।
ঢাকা থেকে নিজ গ্রামে ফেরার পথে কি কছর পড়বো, না স্বাভাবিক নামায?
আপনার গ্রামের বাড়ি যদি ঢাকা থেকে ৪৮ মাইল বা এর বেশি দুরত্বে হয়,তবে আপনার নিজ এলাকা ছেড়ে গেলেই আপনি কসর নামাজ আদায় করবেন।আবার আপনার এলাকায় প্রবেশ করার সাথে সাথেই আপনি পূর্ণ নামাজ আদায় করবেন।