৪০
মুখস্তের নিয়তে কোরআন তেলাওয়াত
প্রশ্নঃ ৪০. হুজুর!
কোরআন ভুলে না যাওয়ার জন্য যদি তেলাওয়াত করা হয়। তাতে কি সাওয়াব পাওয়া যাবে?
বিঃদ্রঃ উদ্দেশ্য হলঃ কোরআন ভুলে না যাওয়া।
পাঠক কোরআনের হাফেজ।
ভুলে না যাওয়ার জন্য যদি তেলাওয়াত করা হয় , তাতে সাওয়াব পাওয়া যাবে এবং অনেক ফজিলত ও পাওয়া যাবে । তবে উচিৎ হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তেলাওয়াত করা । বুখারি, হাদিস : ৪৯৩৭।