৪১
ঢিলা কুলুখ না পেলে করনীয়
প্রশ্নঃ ৪১. কোনো একজন মুসল্লি সাধারণত ইসতেন্জায় (প্রস্রাব-পায়খানা) কুলুখ (টিস্যু, কুলুখ জাতীয়) দ্রব্য ব্যবহার করেন, যদি কখনো এমন হয় তিনি ইসতেন্জায় গিয়েছেন কিন্তু তার কাছে কোনো কুলুখ নেই অথবা ওয়াশরুমেও নেই, তখন তিনি কি করতে পারবেন ?
পানি দিয়ে এমন ভাবে ধুয়ে নিবে যেন কোন নাপাকি বাকি না থাকে। মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৬২৯