প্রশ্নঃ ৪১১. আসসালামু আলাইকুম মোবাইলে ভিডিও কলে আকদ হবে নাকি
বিবাহ সহীহ হওয়ার জন্য একই মজলিসে সাক্ষীদের সম্মুখে উভয় পক্ষ কিংবা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে ইজাব-কবুল হওয়া জরুরি। আর মোবাইল বা ফোনে বিবাহে এ শর্ত পাওয়া যায় না।তাই মোবাইল ফোনে বিয়ে শুদ্ধ হয় না।তাই নতুন করে আকদ করা জরুরি।