৪১৩
বীর্য বপর হলে গোসল
প্রশ্নঃ ৪১৩. আসসালামু আলাইকুম।
আমাদের এলাকার ইমাম একজন কে ফতোয়া দিয়েছেন যে হস্ত'মৌথনের পর বা সহ'বাসের পর যদি শুক্রাণু অথবা নাপাকী লাগে সেই জায়গা ধুয়ে ফেলে ওযু করলে নাকি নামাজ হয়ে যাবে এটা কতটুকু দলিল ভিত্তিক।
(বিঃদ্রঃ আমরা তো জানি যে শু'ক্রাণু বের হলে বা লজ্জা'স্থানের সাথে লজ্জা'স্থান স্পর্শ হলেই গোসল ফরজ হয় )
এই ফতোয়াটি ভুল বিভ্রান্তিকর।বরং শুক্রাণু বের হলে গোসল করাই আবশ্যক।
সুরা মায়েদা-৬