ফরজ নামাজে এক সূরা বাদ দিয়ে পরের সূরা মিলানো মাকরূহ।তাই হয়ত তাকে সিরিয়ালভাবে পড়তে হবে অন্যথায় কমপক্ষে দুটি সূরা বাদ দিয়ে তৃতীয় বা তার পরের সূরা তেলাওয়াত করা যাবে।
ফতোয়ায়ে শামী-২/২৬৯