অলংকার মহিলাদের পরিধেয় বস্তু, তাই তা পুরুষদের জন্য পরা বৈধ নয়। পুরুষের জন্য রূপার আংটি ব্যবহারে ছাড় থাকলেও রূপার চেইন ব্যবহারের অনুমতি নেই।
ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত ১১/৫০৫