৪২৯
নিজে পড়েও বন্ধুদের কাছে বলা 'আমি পড়ার সময়ই পাই না' এর বিধান।
প্রশ্নঃ ৪২৯. আসসালামু আলাইকুম।
বর্তমানে আমার আলিম ১ম বর্ষের পরীক্ষা চলতেছে, আমার ক্লাসমেট রা আমাকে বলে আমি কয়টা পযর্ন্ত পড়ার টেবিলে থাকি, যতটুকু জানি ইলম অর্জনে হিংসা করা যায়, তাই আমি তাদের মিথ্যা বলি,,, তাদেরকে বলি আমি পড়ার সময়ই পাইনা, এটা মনে করে বলি যে তারা আমার পড়ার খবর যদি জেনে যায়, তাহলে আমার থেকে বেশি পড়ে আমাকে পিছনে ফেলে দিবে। এজন্য আমি গোপন রাখি। এটা করা কী জায়েজ হবে?
এভাবে বলাটা মিথ্যার অন্তর্ভুক্ত হবে।তাই এটি পরিহার করতে হবে।অন্যদের থেকে এগিয়ে থাকার জন্য তাদের থেকে বেশি পড়া যেতে পারে।সত্য বললে তাদেরকেও পড়ায় উৎসাহিত করা হয়।এতে করে সওয়াব পাওয়ার আশাও করা যেতে পারে।তাই সত্য বলেই বেয়ি করে পড়ে তাদের সাথে প্রতিযোগীতা করা উচিৎ।
সুরা মায়েদা-২