৪৪
দুধপানে কারা দুধ ভাই/বোন হবে?
প্রশ্নঃ ৪৪. কোন সন্তান অন্য মায়ের দুধ পান করলে,অন্য মায়ের সবগুলো সন্তান কি তার দুধ ভাই/বোন হবে?
নাকি শুধুমাত্র যেই সন্তান ঐ সময় নিজ মায়ের দুধ খেত সেই সন্তানের সাথে দুধ ভাই/বোনের সম্পর্ক হবে?
অন্য মায়ের সবগুলো সন্তান তার দুধ ভাই/বোন হবে।
{ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنَ الرَّضَاعَةِ} [النساء : 23]