৪৫৩
মুখ না ধুইলে অযু হবে কি?
প্রশ্নঃ ৪৫৩. তিন মাস বা সাড়ে তিন মাস মতো আমার আদি বাসা থেকে অন্যত্র ছিলাম, এই সময়ে মাঝে মাঝে সময়ের স্বল্পতার জন্য নামাজের জন্য শুধু ওযুর ফরজগুলো আদায় করতাম | কিন্তু বোঝার ভুলের জন্য, মুখমন্ডল ধৌত করার পরিবর্তে কুল্লি করতাম | তাছাড়া অন্যান্য গুলো ঠিক ছিল | অন্যান্যগুলো, দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা , মাথা মাসেহ করা এবং দুই পা ধৌত করতাম | এখন কি আমার ওই সময়কার নামাজগুলোর কাজা আদায় করে দিতে হবে? জানালে উপকৃত হয়|
মুখমন্ডল ধৌত করা যেহেতু ফরজ।তাই এটি পরিত্যাগ করলে অযু হবে না।আর অযু না হলে নামাজও হবে না।তাই পুনরায় আবার ঐসকল নামাজ আদায় করতে হবে।
সুরা মায়েদা-৬