৪৫৯
দোয়ায় কাউকে উসিলা দেওয়া
প্রশ্নঃ ৪৫৯. রাসুল সাঃ উসিলা করে দোয়া করা যাবে কিনা এবং মৃত ব্যক্তিকে উসিলা করে দোয়া করা যাবে কিনা? বিশেষ করে আউলিয়া একরামদের কবরের সামনে যেয়ে তাদেরকে উসিলা করে দোয়া করা হয়। এ ব্যাপারে সুন্দর একটি ব্যাখ্যা আশা করছি।
দোয়াতে উসিলা দেওয়া বা কাউকে উসিলা বানানো জায়েয।চাই তিনি জীবিত হোক বা মৃত।প্রত্যােক যুগে অবিচ্ছিন্নভাবে উলামায়ে কেরাম এটা করে আসছেন।চার মাযহাবের ইমামগণ এটাকে বৈধ বলে আখ্যায়িত করেছেন।
তাফসীরে উসমানি-সূরা ইসরা-৫৭/-