ইসলাম আগমনের আগে ও পরে সর্বমোট সাতবার কাবাঘরের পুনঃনির্মাণ হয়।
ইসলামি যুগের আগে চার বার।
১. হজরত ইবরাহিম খলিলুল্লাহ,
২. আমালিকা সম্প্রদায়,
৩. জুরহুম সম্প্রদায়,
৪. মক্কার কুরাইশ বংশ,
ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে তিন বার।
৫. আব্দুল্লাহ ইবনে জুবাইর (রা.),
৬. হাজ্জাজ বিন ইউসুফ আস সাকাফি,
৭. উসমানি খলিফা মুরাদ খানের আমলে (১০৩২-১০৫০ হিজরি) ।
এ ছাড়াও স্বল্প পরিসরে কাবার পুনঃনির্মাণের কথাও ঐতিহাসিকদের কেউ কেউ উল্লেখ করেছেন। আল জাজিরা