দোয়া কুনুত না পারলে এই দোয়াসমূহ পড়া যাবে,
رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا حَسَنَةً وَّ فِی الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ
অর্থ: ‘হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন; আখিরাতেও কল্যাণ দান করুন। এবং আমাদের জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন।’ (সুরা বাকারা: ২০১)
أَللّهُمَّ اغْفِرْ لَنَا উচ্চারণ: আল্লাহুম্মাগ ফির লানা। অর্থ: হে আল্লাহ আমাদের ক্ষমা করুন।
أَسْتَغْفِرُ اللهَ উচ্চারণ: আসতাগফিরুল্লাহ। অর্থ: ‘হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন।