ব্যস্ততা থাকলে মুসাফির সুন্নত না পড়লেও ক্ষতি নেই। তবে স্বাভাবিক ও স্থির অবস্থায় সুন্নতে মুয়াক্কাদা পড়া অতি উত্তম বরং পড়াই উচিত। ওয়াজিব নামায পুরোটাই পড়তে হবে। মনে রাখতে হবে সুন্নত এবং ওয়াজিবে কসর নেই। (ফতোয়ায়ে আলমগিরি: ১/১৩৯)
والله أعلم بالصواب