এটি হাদিস নয়। উলামায়ে কেরাম এটিকে বানোয়াট বলেছেন।
মোল্লা আলি কারী বলেন, قيل لا أصل له أو بأصله موضوع অর্থাৎ- “বলা হয়েছে, এর কোন ভিত্তি নাই বা এর মূল হল বানোয়াট।” (আল আসরার আল মারফুআহ ২৪৭)
তবে তিরমিযি এবং আবু দাউদের হাদিসে আছে , اَلْعُلَمَاءُ وَرَثَةُ الأَنْبِيَاءِ অর্থাৎ- ‘‘আলিমগণ নবীদের উত্তরাধিকারী।’’