৭২
উটপাখি, কুমির, এ সব জাতীয় প্রাণী চামড়া দিয়ে জুতা বানানো-
প্রশ্নঃ ৭২. আসসালামু আলাইকুম ।
উটপাখি, কুমির, এ সব জাতীয় প্রাণী চামড়া দিয়ে জুতা বানানো কী জায়েজ আছে
আরো অনেক প্রাণী আছে যাদের চামড়া দিয়ে জুতা বানায় এ গুলা কী জায়েজ?
হারাম পশু-পাখির চামড়া দাবাগাত (পরিশোধন) করলে তা পাক হয়ে যায়। তবে খিনজিরের কোন অংশ পবিত্র হবে না। সুতরাং হারাম পশু-পাখির চামড়া পরিশোধন করে ব্যবহার করা যাবে। فتح القدير (96/1)
(أنّ جميع الجلود تطهر بالدباغ عدا جلد الخنزير)