নাবালিগের ইমামতি বৈধ নয়। ফরজ নফল উভয় ক্ষেত্রে একই কথা। নাবালিগ অন্য নাবালিগের ইমামতি করতে পারবে কিন্তু বালিগের ইমামতি করতে পারবে না। হানাফী মাযহাবের গ্রহণযোগ্য ফতোয়া এটি।
তবে অন্য মাযহাবে নাবালিগের ইমামতিতে তারাবী পড়ার অনুমতি আছে।
(আলমগীরী খন্ড-১, পৃঃ-৮৫, দুররুল-মুখতার+শামী খন্ড-১, পৃঃ-৫৭৮)