উসিলা মানে হচ্ছে মাধ্যম গ্রহণ করা। দোয়া করা হয় আল্লাহতালার কাছে,তবে আল্লাহতালার
প্রিয় বান্দা,প্রিয় বস্তু বা প্রিয় কোন কিছুর মাধ্যমে দোয়া করা বৈধ । কেননা আল্লাহ তায়ালা ওই
প্রিয় বস্তু কিংবা বিষয়ের উসিলায় দোয়া কবুল করবেন বলে আশা করা হয়।
(শরহুল মাওয়াহিব: ১২/১৯৪, আল মাজমূ’: ৮/২৭৪, আল ফাতাওয়া আল হিন্দিয়া: ১/২৬৬, ফাতহুল ক্বাদীর: ৮/৪৯৮, ইবনে আবিদীন: ৬/৩৯৭)
والله أعلم بالصواب