ইসলামী শরীয়তে মূর্তি তৈরি করা মূর্তি সংগ্রহ করা মূর্তি সংরক্ষণ করা জায়েজ নেই, এগুলো হারাম পর্যায়ের। মূর্তি এবং ভাস্কর্য একই অর্থে ব্যবহৃত হয়।
কুরআন মজীদের স্পষ্ট নির্দেশ- فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْاَوْثَانِ وَ اجْتَنِبُوْا قَوْلَ الزُّوْرِۙ،
‘তোমরা পরিহার কর অপবিত্র বস্ত্ত অর্থাৎ মূর্তিসমূহ এবং পরিহার কর মিথ্যাকথন।’ -সূরা হজ্জ : ৩০
মূর্তি মানুষকে পথভ্রষ্ট করে। আল্লাহতালা বলেন,
وَ قَالُوْا لَا تَذَرُنَّ اٰلِهَتَكُمْ وَ لَا تَذَرُنَّ وَدًّا وَّ لَا سُوَاعًا ۙ۬ وَّ لَا یَغُوْثَ وَ یَعُوْقَ وَ نَسْرًاۚ، وَ قَدْ اَضَلُّوْا كَثِیْرًا ۚ۬
‘আর তারা বলেছিল, তোমরা পরিত্যাগ করো না তোমাদের উপাস্যদের এবং পরিত্যাগ করো না ওয়াদ্দ সুওয়াকে, ইয়াগূছ, ইয়াঊক ও নাসরকে। অথচ এগুলো অনেককে পথভ্রষ্ট করেছে।’ -সূরা নূহ : ২৩-২৪
হাদিসে এসেছে, হযরত আমর ইবনে আবাসা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ‘আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন আত্মীয়তার সর্ম্পক বজায় রাখার, মূর্তিসমূহ ভেঙ্গে ফেলার, এবং এক আল্লাহর ইবাদত করার ও তাঁর সঙ্গে অন্য কোনো কিছুকে শরীক না করার বিধান দিয়ে। -সহীহ মুসলিম হা. ৮৩২ . তাকমিলা ফাতহুল মুলহিম : ৪/১৫৯।
দেশের বিভিন্ন জায়গায় যে মূর্তিগুলো রয়েছে যেমন: রাজু ভাস্কর্য, বিজয় ভাস্কর্য, অমর একুশে ভাস্কর্য ইত্যাদি ভাঙ্গার ক্ষেত্রে কথা হলো, এগুলো ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলা উচিত। কিন্তু আপনি নিজে গিয়ে ভেঙ্গে ফেলবেন- শরীয়ত এটা সমর্থন করবে না কেননা আপনি এই মূর্তিগুলো ভাঙতে গেলে নিজেকে বিপদের মুখে ঠেলে দিবেন। রাষ্ট্রীয় আইনের বিরোধিতা করার কারণে জেল জরিমানার বিভিন্ন ব্যাপারে পরিবার এবং আপন মানুষদেরকে অনেক কষ্ট দিবেন। এগুলোর কারণে সরাসরি গিয়ে মূর্তিগুলো ভাঙ্গার ক্ষেত্রে শরীয়ত আপনাকে আদেশ করবে না। আপনি বিভিন্ন লেখালেখির মাধ্যমে, দায়িত্বশীলদের সচেতন করার মাধ্যমে এর প্রতিহত করতে পারেন।
ইমাম গাজালি (রহ.)-এর মতে অন্যায়ের প্রতিবাদ ও সামাজিক পরিবর্তনের ক্রমবিন্যাস রয়েছে। তা হলো—১. অন্যায়ের পরিচয় তুলে ধরা এবং সচেতন করা, ২. আল্লাহ কর্তৃক নির্ধারিত শাস্তি ও পুরস্কারের বর্ণনা দেওয়া, ৩. ধমক ও হুঁশিয়ারি উচ্চারণ করা, ৪. সশরীরে বাধা দেওয়া, ৫. আঘাত করা, ৬. অন্যায়কারীর বিরুদ্ধে চূড়ান্ত অভিযান পরিচালনা করা। (ইহইয়াউ উলুমুদ্দিন : ২/৩২৯-৩৩৩)
وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
، البقرة 195:2
وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ ۚ وَلَا تُقَاتِلُوهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتَّىٰ يُقَاتِلُوكُمْ فِيهِ ۖ فَإِنْ قَاتَلُوكُمْ فَاقْتُلُوهُمْ ۗ كَذَٰلِكَ جَزَاءُ الْكَافِرِينَ
(البقرة 191:2)
من رأى منكم منكرا فليغيره بيده ، فإن لم يستطع فبلسانه ، فإن لم يستطع فبقلبه ، وذلك أضعف الإيمان، رواه مسلم .
الله أعلم