৮৯
দাড়ি ছোট করে রাখার বিধান-
প্রশ্নঃ ৮৯. এই বক্তব্যটি কি সঠিক?
দাড়ি এক মুষ্টি রাখা ওয়াজিব। আর এক মুষ্টির কমে কাটা-ছাটা হারাম। দাড়ি এক মুষ্টি থেকে ছোট করে কাটা-ছাটা ব্যাক্তি ফাসেক আর ফাসেকের পিছনে নামাজের ইক্তিদা করা মাকরূহে তাহরীমি।
হ্যাঁ, এই বক্তব্য সঠিক। (কানযুদ দাকায়েক - ২৮ফতোয়ায়ে ফকিরুল মিল্লাত ৪/৭৪)