ছোটবেলায় আকিকা করা না হলে বয়স হওয়ার পরও নিজের আকিকা করা যাবে এবং সওয়াব পাবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওত প্রাপ্তির পর নিজের আকিদা করেছেন।
أن النبي صلى الله عليه وسلم عق عن نفسه بعد ما بعث نبيا. صححه الألباني في السلسلة.
(ফাতাওয়া রহীমিয়া ১০/৬১-৬২, মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ২৪৭১)