৯১
জন্মের পরের আজান নাকি মৃত্যুর আজান !
প্রশ্নঃ ৯১. অনেকে বলে থাকেন জন্মের সময় যে আজান দেওয়া হয় সে'টা নাকি মৃত্যুর আজান। এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই?
মৃত্যুর জন্য কোন আজান নেই। সন্তান ভূমিষ্ঠ হলে তার ডান কানে আযান এবং বাম কানে একামত দেওয়া সুন্নত। (আবু দাউদ, হাদিস, ৫১০৫)